আমীন আল রশীদ
তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত (এবং অদ্ভুত) ৫৭ নম্বর ধারা বাতিল হয়েছে
বলে কেউ যদি আনন্দে বাকবাকুম করতে থাকেন, তাহলে বোঝা যাবে তিনি বোকার স্বর্গে আছেন।
দুই বছর আগেই এনটিভি অনলাইনে (কী থাকছে ডিজিটাল
নিরাপত্তা আইনে? এনটিভি অনলাইন, ২৬ জানুয়ারি, ২০১৬)লিখেছিলাম, জনদাবির মুখে তথ্যপ্রযুক্তি
আইনের ৫৭ ধারা বাতিল হলেও ডিজিটাল নিরাপত্তা আইন
নামে এমন একটি আইন আসছে, যেখানে এই
৫৭ ধারার মতো বা এর চেয়েও ভয়াবহ বিধান থাকবে।








