Monday, October 30, 2017

দীপনের ‘অপরাধ’, আমাদের বোধ

আমীন আল রশীদ
ফয়সল আরেফিন দীপন। বার দুয়েক তাঁর আজিজ মার্কেটের অফিসে গিয়েছি। সেই সামান্য আলাপেই মনে হয়েছে, তিনি একজন অগ্রসর চিন্তার মানুষ। তবে তাঁর প্রতি আমার আগ্রহের আরেকটা কারণ ছিল, তাঁর বাবা আবুল কাশেম ফজলুল হক। একজন আলোকিত মানুষ; যিনি নির্মমভাবে সন্তানের মৃত্যু দেখেও অবিচল ছিলেন। নিজের কাঁধে বয়েছেন সন্তানের লাশ। ন্যায়বিচার পাবেন না জেনে বলেছিলেন, সন্তান হত্যার বিচার চান না।

Sunday, October 29, 2017

রোহিঙ্গা সংকটের নতুন রূপ



আমীন আল রশীদ
মানবিক কারণে নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন নিজেই বিপদে পড়ছে বাংলাদেশ। এ যেন খাল কেটে কুমির আনার অন্য নাম। মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনীর গণহত্যা, জেনোসাইড ও এথনিং ক্লিনজিং বা জাতিগত নির্মূল অভিযানের মুখে কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা এখন বাংলাদেশের স্থানীয় অধিবাসীদের জানমালের জন্যই হুমকি হয়ে দেখা দিচ্ছে। যে সংকট আরও অনেক পরে হওয়ার কথা ছিল, সেটি যেন যথেষ্ট আগেই শুরু হয়ে গেলো।

Friday, October 13, 2017

প্রধান বিচারপতির ছুটি কি অস্বাভাবিক?

আমীন আল রশীদ

উত্তরটা প্রশ্নের ভেতরেই আছে। কেননা, দেশের ইতিহাসে এর আগে কখনও কোনো বিচারপতির ছুটি নিয়ে এত আলোচনা-সমালোচনা-বিতর্ক হয়নিযা হচ্ছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বেলায়।

১৩ অক্টোবর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছড়েন। এর আগে ৫ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী আনিসুল হক। বিদেশে যাওয়ার জন্য প্রধান বিচারপতির ভিসার আবেদন বিষয়ে আইনমন্ত্রী তখন সাংবাদিকদের বলেনএ বিষয়ে মি. সিনহার সঙ্গে তার কোনা কথা হয়নি। এর আগে ওইদিন দুপুরে আইনমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Friday, October 6, 2017

পারমাণবিক শান্তি


আমীন আল রশীদ

বলা হয়, দুটি যুদ্ধের মধ্যবর্তী সময়কালই হচ্ছে শান্তি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই গ্রহবাসী এখন অবধি কোনো টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের মুখে পড়েনি। কিন্তু যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দুই উন্মাদের কারণে যদি সত্যি সত্যি আবার একটা বড় ধরনের যুদ্ধ লেগে যায় এবং সেখানে বিশ্বের বড় শক্তিগুলোও জড়িয়ে যায়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই সময়কালকে বলা হবে শান্তির যুগ। তবে এই শান্তি স্থাপন বা অব্যাহত রাখা তথা যুদ্ধের মতো মানববিধ্বংসী পরিস্থিতি এড়াতে পারমাণবিক অস্ত্রের যে একটা পরোক্ষ ভূমিকা আছেসে কথা অনেকের কাছে উদ্ভট মনে হতে পারে।

Tuesday, October 3, 2017

৯৬ অনুচ্ছেদের আদৌ প্রয়োজন আছে কি না?


আমীন আল রশীদ
একজন বিচারক অসুস্থ হয়েছেন অথবা অসুস্থ বোধ করছেন এবং তিনি আপাতত কাজ করতে সক্ষম নন বলে ছুটি নিয়েছেন––এটা ঘটনা হিসেবে অস্বাভাবিক নয়। কিন্তু তারপরও এ নিয়ে বিতর্ক হচ্ছে এ কারণে যে, সরকারের তরফে বলা হচ্ছে, প্রধান বিচারপতি অসুস্থতার কারণে রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদন করেছেন। যখন প্রধান বিচারপতিকে নিয়ে সংসদে এবং সংসদের বাইরে বিষোদ্গার হচ্ছে––তখন এই আকষ্মিক ছুটি কিছু প্রশ্নের জন্ম দেয়।

Monday, October 2, 2017

ডিপ্লোম্যাটিক ক্যামোফ্লাজ




আমীন আল রশীদ

ভালো অর্থ বহন করা কথাবার্তা ও কূটনৈতিক শব্দ ব্যবহারের সময় শেষ হয়ে গেছে। আমাদের এখন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের ওপর বর্বর হামলা চালানো নিরাপত্তাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলির এই বক্তব্য এতটাই আশাব্যঞ্জক যে, মনে হচ্ছে তিনি বাংলাদেশেরই প্রতিনিধি অথবা তিনি যেন বাংলাদেশের লিখে দেয়া বক্তব্যই পাঠ করেছেন। অর্থাৎ আমাদের মনের কথাই তিনি বলেছেন। কিন্তু একজন সাবেক কূটনীতিক আমাকে একবার বলেছিলেন,Don’t believe the diplomat’s word, but see what they do. অর্থাৎ কূটনীতিকরা কী বলে তা বিশ্বাস  করো না; বরং দেখো তারা কী করে।