আমীন আল রশীদ
গত ২০ মার্চ বণিকবার্তা পত্রিকায় ‘কেউ দায়ী নয়’ শিরোনামে সংবাদটি দেখার পরে
২০১১ সালে ভারতে মুক্তি পাওয়া ‘নো ওয়ান কিলড জেসিকা’ সিনেমাটির কথা মনে পড়ে; যেখানে দেখানো হয়, জেসিকা নামে একটি মেয়ে খুন
হলেও কীভাবে ক্ষমতাবান খুনী বিচারের বাইরেই থেকে যায়। ১৯৯৯ সালে জেসিকা লাল নামে
দিল্লির এক রেস্টুরেন্ট কর্মী ও মডেলের খুন হওয়ার ঘটনার আলোকে ওই সিনেমাটি
পরিচালনা করেছিলের রাজকুমার বসু। আমাদের এখানেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি এবং কুমিল্লার
কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে নিয়ে এরকম একটি সিনেমা হতে পারে। কারণ সাগর-রুনি
হত্যার ৬ বছর এবং তনু হত্যার ২ বছরেও জানা যায়নি কারা তাদের খুন করেছে। ফলে একসময়
হয়তো ওই সিনেমার মতোই আমাদের বলতে হবে সাগর-রুনি বা তনুকে কেউ খুন করেনি (নো ওয়ান
কিলড দেম)।





