Sunday, March 25, 2018

দায়হীনতার দেশে

আমীন আল রশীদ
গত ২০ মার্চ বণিকবার্তা পত্রিকায় কেউ দায়ী নয় শিরোনামে সংবাদটি দেখার পরে ২০১১ সালে ভারতে মুক্তি পাওয়া নো ওয়ান কিলড জেসিকা সিনেমাটির কথা মনে পড়ে; যেখানে দেখানো হয়, জেসিকা নামে একটি মেয়ে খুন হলেও কীভাবে ক্ষমতাবান খুনী বিচারের বাইরেই থেকে যায়। ১৯৯৯ সালে জেসিকা লাল নামে দিল্লির এক রেস্টুরেন্ট কর্মী ও মডেলের খুন হওয়ার ঘটনার আলোকে ওই সিনেমাটি পরিচালনা করেছিলের রাজকুমার বসু। আমাদের এখানেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি এবং কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে নিয়ে এরকম একটি সিনেমা হতে পারে। কারণ সাগর-রুনি হত্যার ৬ বছর এবং তনু হত্যার ২ বছরেও জানা যায়নি কারা তাদের খুন করেছে। ফলে একসময় হয়তো ওই সিনেমার মতোই আমাদের বলতে হবে সাগর-রুনি বা তনুকে কেউ খুন করেনি (নো ওয়ান কিলড দেম)।

Tuesday, March 20, 2018

খালেদা জিয়া কতদিন জেলে থাকবেন?



আমীন আল রশীদ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় দেড় মাস ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে থাকা এবং হাইকোর্টে জামিন পাওয়ার পরও আপিল বিভাগে সেটি ৪ সপ্তাহের জন্য আটকে যাওয়া রাজনীতিতে নানা সমীকরণের জন্ম দিচ্ছে। সেইসাথে একটি কম শক্তিশালী মামলায় মাত্র ৫ বছরের কারাদণ্ড পাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে পাঠানোর ঘটনা শুধু এই সময়ে নয়, ভবিষ্যতেও বাংলাদেশের রাজনীতি ও বিচার বিভাগের ইতিহাসে অবশ্যপাঠ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

Monday, March 19, 2018

বনলতা সেন: অমীমাংসিত তর্ক



আমীন আল রশীদ
বনলতা সেনকে নিয়ে বাহাসের প্রসঙ্গ এলে আরেকজনের নাম মনে রাখা প্রয়োজন––তিনি সুধীরকুমার। জীবনানন্দের বন্ধু। মৃত্যু ১৯৩৫, যে বছর কবিতা পত্রিকায় বনলতা সেন প্রকাশিত হয়েছিল। বন্ধুর অকালমৃত্যু তাঁকে ব্যথিত করে। যাঁকে নিয়ে তিনি লিখেছিলেন: মুখে তার পাখির নীড়ের মতো আশ্বাস ও আশ্রয়ের হাসি তবে সেই প্রসঙ্গে যাবার আগে আমরা একটু দেখে নেয়ার চেষ্টা করি, বনলতা সেনকে নিয়ে বা তাঁর পরিচয় নিয়ে কেন বছরের পর বছর, দশকের পর দশক ধরে এমন বিশ্লেষণ ও আলোচনা।

Sunday, March 18, 2018

ফিলিং হ্যাপি?


আমীন আল রশীদ
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক সম্প্রতি যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে কম সুখী আফ্রিকার দেশ বুরুন্ডি।
গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১১০। কিন্তু এবার সেটি পাঁচ ধাপ নিচে নেমেছে। এবার বাংলাদেশের অবস্থান ১১৫। তার মানে কি এই যে, বাংলাদেশের মানুষের অসুখী হবার মতো ঘটনা বাড়ছে বা বাংলাদেশের মানুষের সুখানুভূতি হ্রাস পাচ্ছে? ২০১২ সাল থেকে জাতিসংঘ এ তালিকা তৈরি করে আসছে। গত ছয় বছর ধরে বাংলাদেশের অবস্থান ১০৮ থেকে ১১০-এর মধ্যে ছিল। কিন্তু এবার ৫ ধাপ পিছিয়েছে।

ও আমার দেশের মাটি


আমীন আল রশীদ
আমাদের কলকাতা প্রতিনিধি ঢাকায় এসেছে। অফিসে এসে বললো, কাল তোমাদের ঝালকাঠি যাব। কেন? আমার জ্যাঠার জন্য মাটি আনতে। মাটি কেন? আর বোল না, সে তো বহুকাল আগে কলকাতায় চলে গেছে। যাওয়ার সময় সে নিজের বাড়ির কিছু মাটি নিয়ে গিয়েছিল। সেগুলো খুঁজে পাচ্ছে না। এখন আমি বাংলাদেশে আসব শুনে বললো, আমি যেন তার জন্য অবশ্যই তার বাবার ভিটা থেকে একটু মাটি নিয়ে আসি।

Saturday, March 17, 2018

বাংলাদেশ: স্বপ্ন ও বাস্তবতার দোলাচল


আমীন আল রশীদ
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে পাক বাহিনীর সশস্ত্র আক্রমণের পর বিপ্লবী সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, সেখানে বলা হয়েছিল, বাংলাদেশের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে, সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হলো। অর্থাৎ এই যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের জন্য দীর্ঘ ৯ মাস মুক্তিসংগ্রাম হলো, সেটিই মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা­­––এসব অনেক পরে এসেছে; যখন সংবিধান প্রণয়নের প্রশ্ন উঠেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে ওই তিনটি জিনিসকেই (সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার) বুঝায়।

Sunday, March 11, 2018

কেউ কি নিরাপদ?




আমীন আল রশীদ
প্রখ্যাত লেখক, অধ্যাপক ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে ফয়জুর নামে যে তরুণ, সে দাঁড়িয়েছিল স্যারের ঠিক পেছনেই। স্যার যে চেয়ারে বসেছিলেন, ঠিক তার পেছনের সারিতেই দাঁড়ানো ছিলেন তিনজন পুলিশ সদস্য। এদের মধ্যে দুজন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। ফেসবুক ও গণমাধ্যমের কল্যাণে এই ছবি সারা দেশের মানুষই দেখেছে।