Wednesday, May 2, 2018

আমার মেয়ে হরলিক্স খেতে চায়

আমীন আল রশীদ
বিজ্ঞাপনের ধর্মই হলো, সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসটি কেনার জন্য সে আপনাকে এমনভাবে প্রলুব্ধ করবে যাতে মনে হবে, এটি না কিনলে আপনি পিছিয়ে থাকবেন। অর্থাৎ বিজ্ঞাপন হচ্ছে একধরনের সুড়সুড়ি বা প্রলোভন যাতে সব বয়সী মানুষ প্রভাবিত হয়। রাস্তার পাশে দোকানে ঝোলানো চিপসের প্যাকেট দেখলেই যেমন বাচ্চারা সেটি খাওয়ার জন্য কান্নাকাটি করে, বিজ্ঞাপনও আমাদের মধ্যে সেরকম হাহুতাশ তৈরি করে। অথচ ওই জিনিসটি না হলে আমাদের কিছুই যায় আসে না।

‘গণমাধ্যমের স্বাধীনতা’

আমীন আল রশীদ
শিরোনামটি দুই শব্দে এবং বন্ধনীর ভেতরে রাখার উদ্দেশ্য হলো, গণমাধ্যম বলতে আমরা কী বুঝি এবং স্বাধীনতা বলতে ঠিক কার স্বাধীনতা––সেটি ব্যাখ্যার দাবি রাখে।
প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় মুক্ত গণমাধ্যম দিবস। এখানে মুক্ত এবং গণমাধ্যম শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন হলো এই মুক্তি কার জন্য? প্রশ্নটি এমন এক সময়ে আমরা করছি, যখন সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক অনেক সময় মূলধারার গণমাধ্যমের চেয়েও অধিকতর শক্তিশালী বা প্রভাবশালী হয়ে উঠছে।