আমীন আল রশীদ
বিজ্ঞাপনের ধর্মই হলো, সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসটি কেনার জন্য সে আপনাকে
এমনভাবে প্রলুব্ধ করবে যাতে মনে হবে, এটি না কিনলে আপনি পিছিয়ে থাকবেন। অর্থাৎ বিজ্ঞাপন
হচ্ছে একধরনের সুড়সুড়ি বা প্রলোভন যাতে সব বয়সী মানুষ প্রভাবিত হয়। রাস্তার পাশে দোকানে ঝোলানো চিপসের প্যাকেট দেখলেই যেমন
বাচ্চারা সেটি খাওয়ার জন্য কান্নাকাটি করে, বিজ্ঞাপনও আমাদের মধ্যে সেরকম হাহুতাশ তৈরি
করে। অথচ ওই জিনিসটি না হলে আমাদের কিছুই যায় আসে না।

